বকেয়া বেতন ভাতার দাবীতে অনশন কর্মসূচি পালন করছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের শ্রমিকরা।বুধবার সকাল থেকে প্রশিকা অফিসের সামনের অনশনের যোগ দেন সেখানকার শতাধিক শ্রমিক।প্রশিকার কৈট্টা কেন্দ্রের আইডিবি শাখার স্টোর কিপার মিহির রঞ্জন রায়...